মোস্তফা হাকিম গ্রুপের তিন প্রতিষ্ঠানের আইএসও সনদ লাভ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪২

মোস্তফা হাকিম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান আইএসও সনদ পেয়েছে। সম্প্রতি চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে মোস্তফা হাকিম গ্রুপের তিন শিপ ব্রেকিং ইয়ার্ডের শিপ রিসাইকিলিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওপর সনদ হস্তান্তর করে আন্তর্জাতিক মানের আইএসও সনদ প্রদানকারী সংস্থা ইউনিসার্ট।

আইএসও সনদপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হলো: গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড, এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এইচ এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মোস্তফা হাকিম গ্রুপের পক্ষে সনদ গ্রহণ করেন কোম্পানির পরিচালক সরোয়ার আলম। সনদ প্রদান করেন ইউনিসার্টর এশিয়া অঞ্চলের ডিরেক্টর ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) প্রথম ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার এম লিয়াকত আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোস্তফা হাকিম গ্রুপের মহাব্যবস্থাপক নিপু চৌধুরী, মোহাম্মদ জাহিদুল হক শিবলু, বিপনণ ও বিক্রয় ব্যবস্থাপক জয়নাল আবেদীন, সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, আবু আল ফয়সাল ও কর্মকর্তা আরিফ ইসতিয়াক উদ্দিন।

মোস্তফা হাকিম গ্রুপ ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে গ্রুপটি শিপ ব্রেকিং ব্যবসা শুরু করে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :