চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৫

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর কর্মান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সোনামসজিদ বিওপি সদরের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি’র ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুদ এবং বিএসএফ’র পক্ষে ২৩ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি শ্রী সঞ্চয় গৌর।

মুশফিকুর রহমান মাসুদ জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধসহ সীমান্তে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। এতে সীমান্তে সম্প্রীতি ও সীমান্তের বিভিন্ন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে উভয় পক্ষ একমত হন।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :