নূরজাহান মঞ্জুরকে এমপি দেখতে চায় সাতক্ষীরাবাসী

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চৌধুরী নূরজাহান মঞ্জুরকে দেখতে চায় স্থানীয়রা। রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে চলছে বেশ আলোচনা। স্থানীয় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে থেকে কাজ করে যাচ্ছেন। নূরজাহান মঞ্জুর বেশ শক্ত অবস্থানে আছেন। প্রচার-প্রচারণাও এগিয়ে রয়েছেন। জেলা থেকে এই আসনে ১১ জন নেত্রী মনোনয়ন নিয়েছেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জুয়েল হাসান বলেন, ‘২০১৩-১৪ সালে জামায়াত-শিবিরের সহিংসতার সময় সাতক্ষীরায় কোনো পুলিশ সুপার পদক্ষেপ নিতে পারছিলেন না। তখন চৌধুরী নূরজাহান মজ্ঞুরের স্বামী চৌধুরী মঞ্জুর কবির সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদান করেই ভূমিকা রেখে সহিংসতা তান্ডব দমন করে সাতক্ষীরাকে শান্ত করেছেন।’

ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, ‘চৌধুরী নূরজাহান মঞ্জুর বর্তমানে যুবলীগের পৌর শাখার যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি তাকে মনোনয়ন দেয় তবে সেটা সাতক্ষীরাবাসীর জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি। সাতক্ষীরার রাজনৈতিক সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রয়োজন।’

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল ইসলাম রেজা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসন থেকে যাকেই মনোনয়ন দেবেন আমরা তার হয়েই কাজ করবো। সাতক্ষীরা জেলা ছাত্রলীগ তার পাশে থাকবে।’

নূরজাহান মঞ্জুর বলেন, ‘অতীতেও সাতক্ষীরার মানুষের সঙ্গে ছিলাম এখনো রয়েছি। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে সাতক্ষীরার অবহেলিত মানুষদের ভাগ্যোন্নয়নে কাজ করব। সেই সাথে নারী সমাজকে এগিয়ে নিতে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে চাই।’

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/এসএস/জেবি)