মনোনয়নে মন্ত্রী-এমপির স্বজন দেখা হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৯

উপজেলা নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে এমপি-মন্ত্রীর আত্মীয় দেখা হবে না বলে সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনের সময় এক প্রশ্নে এ কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা।

উপজেলায় মনোনয়নের সুপারিশ হিসেবে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনদের নাম কেন্দ্রে পাঠাচ্ছেন বলে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল কাদেরের কাছে। জবাবে তিনি বলেন, ‘সে রকম কোনো অভিযোগ থাকলে মনোনয়ন বোর্ড খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে কার ভাই, কার বোন, কার ছেলে সেটা বিষয় নয়।’ আগামী ১০ মার্চ ৮৭টি উপজেলায় হবে ভোট। আর এই নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দল।

ওবায়দুল কাদের জানান, প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে জনপ্রিয়তাই হবে একমাত্র বিবেচ্য বিষয়। বলেন, ‘এমপি-মন্ত্রীরা নিজেরাই তো আছেন, আবার তাদের আত্মীয়-স্বজনদের টানবেন কেন?’

তবে ‘কোনো উপজেলায় নিয়ম অনুযায়ী নাম আসলে, তার জনপ্রিয়তা থাকলে তার দলের ভূমিকাটা আত্মীয়তার জন্য ঢাকা পড়বে এটা ঠিক না।’

এবারের নির্বাচনে বিএনপি না এলেও দলটির স্থানীয় নেতারা দূরে থাকবেন বলে মনে করেন না আওয়ামী লীগ নেতা। বিএনপির বর্জনের ঘোষণার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না, কারা নির্বাচনে অংশ নিচ্ছে আর কারা নির্বাচনে অংশ নিচ্ছে না।’

অবশ্য বিএনপি ভোটে না এলে নির্বাচন কারো জন্য আটকে থাকবে না- এই বিষয়টিও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা। বলেন, ‘উপজেলা নির্বাচনের ট্রেনও আপন গতিতে চলতে থাকবে। কারও জন্য থেমে থাকার কোনো সুযোগ নেই।’ বিএনপির ভোট বর্জনের ঘোষণার পেছনে তাদের ‘ইলেকশন ফোবিয়া’ দায়ী বলে মনে করেন সড়ক মন্ত্রী। বলেন, ‘নির্বাচনে হারতে হারতে তারা এখন জয়ের আশা ছেড়েই দিয়েছে। বয়কট করলে তো অন্তত বলতে পারবে যে, আমরা হারছি না। হেরে যাবে এটা অবধারিত জেনে তারা বয়কট করতে পারে।’

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ কর্মসূচির বিষয়েও কাদেরের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে শোচনীয় পরাজয়, সেজন্য তাদের কালো ব্যাজ ধারণ করা কর্মসূচি।... এত বড় একটা দল জাতীয় নির্বাচনে খুব কম কেন্দ্রেই তারা এজেন্ট দিতে পেরেছে। এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না, অথচ যারা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিল। এটাই তো তাদের সাহসের দৌড়।’

জাতীয় নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির কালো ব্যাজ ধারণ করা উচিত বলেও মনে করেন আওয়ামী লীগ নেতা।

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :