দুদকের অভিযান

ঢাকায় পল্লী বিদ্যুতের দুই কার্যালয় দুর্নীতির আখড়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫
ফাইল ছবি

ঢাকার দুই উপজেলায় পল্লী বিদ্যুতের অফিসে গ্রাহকদের জিম্মি করে অর্থ আদায়ের প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের অভিযানে।

বুধবার দুদকের হটলাইন '১০৬' অভিযোগ আসলে ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট দল।

সরেজমিন অভিযানে দুদক দেখে, নতুন সংযোগ প্রদান, মিটার প্রাপ্তিসহ বিভিন্ন কাজে দালাল ছাড়া কর্মকর্তারা কোন কাজ করেন না, ফাইলও নিয়ন্ত্রণ করে দালালরা।

অভিযানকালে ছদ্মবেশে গ্রাহক সেজে দুদক কর্মকর্তারা দুই দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করেন। দুদক টিমের উপস্থিতিতে দুই দিনের অভিযানে দালালদের সাথে যোগসাজশকারী জিএম, ডিজিএমসহ চার জন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।

এ অভিযান প্রসঙ্গে দুদক প্রধান মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘এ দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদের অনুসন্ধান করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :