২০ বছর খেলতে চাই: মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০১

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক ক্রিকেটেই হোক আর ঘরোয়া লিগ- সবখানেই তার জয়জয়কার। বিপিএলে একমাত্র অধিনায়ক হিসেবে তিনবার শিরোপা জিতেছেন। এবার চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন ছিল। কিন্তু বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের কাছে রংপুর রাইডার্স হেরে যাওয়ায় ভেস্তে গেছে মাশরাফির আশা।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন মাশরাফি- এমন কথা আগেই শোনা গেছে। বিপিএলে রংপুর রাইডার্সের বিদায়ের পর নতুন করে প্রশ্ন ওঠেছে, এটাই কি ঘরোয়া টি-টোয়েন্টিতে শেষ টুর্নামেন্ট মাশরাফির? তবে দেশসেরা অধিনায়ক ক্যারিয়ারের ২০ বছর পুর্ণ করে ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছার কথা জানান।

২০০১ সালে ক্রিকেটে পদচারণা মাশরাফির। পেশাদার ক্যারিয়ারে ১৮ বছর চলছে তার। সে হিসেবে আরো দু-একটা বিপিএলে দেখা যেতেই পারে তাকে। মাশরাফিরও বিপিএলে খেলার ইচ্ছা আছে। দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে ইচ্ছা আছে । আন্তর্জাতিক ক্রিকেটে কি হবে জানি না, তবে সবকিছু মিলিয়ে একটা ইচ্ছা ছিল বিশ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেটই আছে, তা তো নয়। ঢাকা লিগ, বিপিএল এসব আমাদের এখানে বড় টুর্নামেন্ট, এখান থেকে জাতীয় দলে যায়।’

মাশরাফি সঙ্গে যোগ করেন, ‘আগে থেকেই আমার ইচ্ছা ছিল বিশ বছর খেলার। হবে কিনা জানি না, তবে ইচ্ছা আছে। এখন বিপিএল যদি পরের বছর সময় মতো হয়, তাহলে ইচ্ছা আছে। তবে বলতে পারছি না এখনই। ইচ্ছা আছে খেলার। দেখা যাক।’

(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/ এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :