সিংড়ায় শীর্ষ সন্ত্রাসী করিমসহ গ্রেপ্তার ৪

নাটোর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৭

নাটোরের সিংড়ার কলমের পাঙ্গাশিয়া বাজার এলাকা থেকে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল করিমসহ (৪৩) চারজনকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ।

বুধবার গভীর রাতে পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১২ টার দিকে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আহসানুজ্জামানের নেতৃত্বে উপজেলার কলমের পাঙ্গাশিয়া বাজারে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

এসময় কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার অন্যতম আসামি ও পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরিফুল ইসলাম (২৫), শাহীন (৩৫) ও হাসান আলী (৪০) নামের ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৩৪ পিস ইয়াবা ও ৫গ্রাম হেরোইন।

সিংড়া থানার (ওসি, তদন্ত) নেয়ামুল আলম বলেন, আব্দুল করিম নামের একজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যাসহ ১০টি গুরুত্বপুর্ণ মামলা রয়েছে। তিনি সিংড়া থানার তালিকাভূক্ত সন্ত্রাসী।

ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :