ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যু ২২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৫

ভারতে সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ২২৬ জন মারা গেছে। এর মধ্যে রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবের পরিস্থিতি শোচনীয়। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

চলতি বছর ভারতে সোয়াইন ফ্লুতে (এইচ১এন১) আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। মোট রোগীর এক-তৃতীয়াংশ (২,১০১) আক্রান্ত হয়েছে এ বছরেই। শুধু রাজস্থানেই ৫০৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাত্র এক সপ্তাহে এই রাজ্যে মারা গেছেন অন্তত ৮৬ জন। দেশটির রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৫৬ জন। তবে দিল্লিতে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

গুজরাটে ৪৩ এবং পাঞ্জাবে ৩০ জন মারা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত এ দুই রাজ্যে ৬ হাজার ৬০০-এর বেশি রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এরই মধ্যে সোয়াইন ফ্লু মোকাবেলার পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদানের নেতৃত্বে এই পর্যালোচনা বৈঠক হয়। রাজস্থানে গণস্বাস্থ্য-সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া গুজরাট এবং পাঞ্জাবেও টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এসব টিম পাঠানো হয়।

পরিস্থিতি পর্যালোচনার জন্য নিয়মিত ভিডিও সম্মেলন করা হয় বলেও জানিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :