ফিলিস্তিনের পক্ষে একটি প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫২ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫০
হেবরন (আল-খলিল) শহর

ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা এবং পশ্চিম তীর হেবরন (আল-খলিল) শহরে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েন রাখার পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর পার্সটুডের।

কুয়েত ও ইন্দোনেশিয়া গত বুধবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ প্রস্তাব তোলে। ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার পর কুয়েত ও ইন্দোনেশিয়া এই পদক্ষেপ নেয়। কিন্তু মার্কিন সরকার মনে করছে, নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব যথার্থ নয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি খসড়া প্রস্তাবের যে কপি হাতে পেয়েছে, তাতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করা হয়েছে। এতে ইসরায়েলকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি স্পর্শকাতর এই এলাকায় শান্তি রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের গুরুত্ব তুলে ধরা হয়। খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে ইসরায়েলের দায়-দায়িত্বও স্মরণ করিয়ে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :