‘টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে’

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৫ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টি-টোয়েন্টি ক্রিকেটের আগ্রাসনে টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। মনোহর এখন বাংলাদেশ সফরে রয়েছেন। বুধবার বিকালে ঢাকায় পৌঁছান তিনি। আজ (শুক্রবার) মিরপুর স্টেডিয়ামে বসে বিপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন আইসিসি চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শশাঙ্ক মনোহরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসময় আইসিসি চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

টি-টোয়েন্টির চাহিদা বাড়ছে, একই সঙ্গে টেস্ট ক্রিকেট দর্শক হারাচ্ছে। টেস্টকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ নিয়েছে আইসিসি। ২০১৭ সালের অক্টোবরে দুই বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনুমোদন দেয় আইসিসি বোর্ড। যাতে র্যারঙ্কিংয়ের শীর্ষ নয় দল অংশ নেবে। টুর্নামেন্টটির প্রথম সংস্করণ শুরু হবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর এবং চলবে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত। সেরা দুটি দল খেলবে ফাইনাল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ নিয়ে মনোহর বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি টেস্ট ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয় কি না। সত্যি বলতে টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে।এই পরিস্থিতি উন্নতির জন্য আমরা উপায় বের করার চেষ্টা করছি। আইসিসির বোর্ড পরিচালকেরা একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে যদি আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারি, তাহলে এটা টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে পারবে এবং খেলাটার প্রতি মানুষের আরও আগ্রহ তৈরি করবে।’

অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেছেন মনোহর। জানিয়েছেন, কি কি সীমাবদ্ধতার কারণে অলিম্পিকে ক্রিকেট নেয়া সম্ভব হচ্ছে না।মনোহর বলেন, ‘আমরা চেষ্টা করছি ক্রিকেটকে অল্পিম্পিকে নেয়ার জন্য। কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অল্পিম্পিক শেষ হয়ে যায় ১৫ দিনে। ক্রিকেটের একটা বৈশ্বিক আয়োজন আপনি কীভাবে ১৫ দিনে শেষ করবেন? এজন্য আপনার স্টেডিয়ামও প্রয়োজন হবে। আর অলিম্পিক তো ক্রিকেট খেলুড়ে দেশগুলোয় হয় না। অলিম্পিকে ক্রিকেট যোগ করলে টুর্নামেন্ট শেষ করতে আপনার অন্তত চারটা স্টেডিয়াম লাগবেই।’

(ঢাকাটাইমসস/৭ ফেব্রুয়ারি/ এবিএ)