বান্দার সাফল্য তিন শর্ত পূরণে: আল্লামা মাসঊদ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘বান্দা যদি তিনটি শর্ত পূরণ করতে পারলে জীবনে সফল হয়ে যাবে। সেগুলো হলো: ১. নিয়ত বিশুদ্ধ করতে হবে। ২. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে। ৩. লা ইয়ানি বা অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে।’

শুক্রবার একটি ইসলাহি ইজতেমায় তিনি এসব কথা বলেন। কিশোগঞ্জের তাড়াইল উপজেলার বেলঙ্কা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ ময়দানে এই ইজতেমার আয়োজন করা হয়।

উদাহরণ দিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘মা তো পায়েস রান্না করেছেন ভালো করেই। নিজে অতিরিক্ত লবণ দিয়ে দিলে এটা কি আর ভালো থাকবে। আমলের ক্ষেত্রে কুরআন হাদিসের আলোকে, নিয়ত বিশুদ্ধ রেখে সব আমল করতে হয়। তখনই আল্লাহ তায়ালা কবুল করেন। নিয়তকে তিনবার পরীক্ষা করতে হয়। শুরুতে, মাঝখানে এবং কাজ শেষ করেও নিয়তকে পরীক্ষা করতে হয়। আমলকে কবুল করানোর জন্য নিয়ত বিশুদ্ধ করা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো, নবীজী যেভাবে কাজটি করেছেন, আমল করেছেন সেভাবে কাজ করতে হবে।’

গিবতচর্চাকে বড় অধঃপতন উল্লেখ করে তিনি বলেন, আজকাল তো মসজিদে বসে গিবত করা হচ্ছে। এটা আমাদের জাতিকে ধ্বংস করতে যথেষ্ট।

না খেয়ে মানুষ মারা যায় না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহর অলিরা এমনও ছিলেন সপ্তাহে একবার খেয়েছেন। আল্লাহ আল্লাহ করতে করতে, দীনের কাজ করতে করতে নিজেকে শেষ করে দিয়েছেন। একবার আল্লাহ ডাকা যদি কবুল হয়ে যায় তা দুনিয়া আসমানের চেয়ে ওজনে ভারী হয়ে যাবে।

যারা দীনি মাহফিল করতে দেয় না তারা কীভাবে মুসলমান হয় এমন প্রশ্ন তোলেন ফরীদ উদ্দীন মাসঊদ। বলেন, ‘মুসলমান কখনো দীনি মাহফিল, ইজতেমার বিরোধিতা করতে পারে না। যারা দীনি ও ইসলাহ ইজতেমার বিরোধিতা করে তারা আবু জেহেলের বংশধর। আল্লাহর কথা শুনতে যারা বাধার প্রাচীর হয়, দীনি ইজতেমার যারা বিরোধিতা করে তাদের পতন অনিবার্য।’

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :