রাজবাড়ীতে প্রশ্নফাঁস চক্রের তিন সদস্য আটক

রাজবাড়ী প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০

রাজবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার গভীর রাতে রাজবাড়ী জেলার স্টেশন রোড থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন প্রশ্নফাঁসের নামে প্রতারণা করে আসছিলেন বলে স্বীকার করেছে। আটককৃতদের রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আটক তিনজন হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে মতিন মিয়া (২৫), দার্দশী ইউনিয়নের গোপিনাথদিয়া গ্রামের ইউসুফ আলী খানের ছেলে কামরুল হাসান (২৩) ও একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জুয়েল হোসেন (২৫)।

মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, এবার এসএসসি পরীক্ষার মূল প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। আটক তিন যুবক দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তারা কয়েকটি ওয়েবপেজ খুলে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা বিক্রি করে আসছিলেন।

এরই মধ্যে তারা বেশ কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে অগ্রীম প্রশ্নপত্র সরবরাহের লোভ দেখিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন।

ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :