ময়মনসিংহে সৌদি নাগরিকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৬

ময়মনসিংহের গৌরীপুরে বন্ধুর বাড়িতে অবকাশ যাপনে আসা আবু নাছের আল দুসারি নামে এক সৌদি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু নাছের দুসারির পাসপোর্ট থেকে জানা যায়, তিনি সৌদি আরবের দাম্মাম নগরীর বাসিন্দা। তার পিতার নাম ফালেহ।

বৃহস্পতিবার গভীর রাতে জেলার গৌরীপুর উপজেলার ডৌয়াখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের আবু সাইদ সানীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে রাতেই লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, আবু নাসের দুসারি একজন ভিসা ব্যবসায়ী। প্রায় ২০ বছর আগে ঢাকার গুলশানের একটি হোটেলে আবু নাসের দুসারির সঙ্গে গৌরীপুরের সানির পরিচয় হয়। এক পর্যায়ে তারা ভালো বন্ধু হন। প্রায়ই তিনি গৌরীপুরে সানির বাড়িতে অবকাশ যাপনের জন্য আসতেন। গত বছরের ৯ ডিসেম্বর থেকে সানির বাড়ি ডৌহাখলা গ্রামে অবকাশ কাটাচ্ছিলেন আবু নাসের। সেখানে আবু নাসের আর সানি একসঙ্গেই থাকতেন।

সানী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে আবু নাসের তার বাসায় ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেও জাগাতে পারিনি। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।’

গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আবু নাসের সৌদি আরবের দাম্মাম শহরের বাসিন্দা। তার মৃত্যুর কারণ উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।’

সানিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, ‘আবু নাসেরের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সৌদি দূতাবাসকে জানানো হয়েছে।’

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :