সুবর্ণচরে সেনাবাহিনীর গাড়ি উল্টে তিনজন নিহত

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২২

নোয়াখালীর সুবর্ণচরে সেনাবাহিনীর গাড়ি উল্টে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

শুক্রবার বিকাল তিনটার দিকে সোনাপুর-চরজব্বর সড়কের তোতার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- ২১-ইঞ্জিনিয়ারিং কোর সিলেট সেনানিবাসের সদস্য ফয়েজ উদ্দিন, মামুন খন্দকার ও ফিরোজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সেনাবাহিনীর একটি পিকআপে শীতকালীন মহড়ার উদ্দেশ্যে সোনাপুর-চরজব্বর সড়ক দিয়ে স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিল সেনাবাহিনীর একটি দল। পথে তোতার বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন সেনাসদস্য নিহত হন। আহত হন আরো নয়জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা সেনা হাসপাতালে নেওয়া হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :