কেন নির্বাচনে গেলাম: মওদুদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৫ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪০

৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে যাওযার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। জানিয়েছেন এ বিষয়ে তার একটি প্রস্তাব ছিল, কিন্তু সেটা রাখা হয়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দি জীবনের বছর পূর্তিতে শুক্রবার রাজধানীতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন মওদুদ।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি একাদশ সংসদ নির্বাচনে আসতে বেশ কিছু শর্ত দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো দাবি পূরণ ছাড়াই তারা নির্বাচনে আসে। আর ভোটে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে তারা। বিএনপি ও তার জোট জাতীয় ঐক্যফ্রন্ট সাড়ে ১৩ শতাংশ ভোট আর আটটি আসন পায় তারা।

যদিও এই নির্বাচনের ফলাফলকে মানছে না বিএনপি। তাদের দাবি, আগের রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। আর ৩০ ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।

কারচুপির অভিযোগ এনে ঐক্যফ্রন্টের নির্বাচিতরা এখনো সংসদ সদস্য হিসেবে শপথ নেননি। যদিও জোটের শরিক গণফোরামের দুই জন শপথ নেবেন বলে জানিয়েছেন।

মওদুদ আহমদ বলেন, ‘কোনো দাবি দাওয়া মেনে না নেয়ার পরও কেন আমরা নির্বাচনে গেলাম? আমরা নির্বাচন করেছি কিন্তু আন্দোলন করেনি। কথা ছিল আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাব। আমি প্রস্তাব দিয়েছিলাম একটা কিন্তু সেটাও রাখা হয়নি।’

মওদুদ এবার মনোনয়ন পান নোয়াখালী-৫ আসন থেকে। ভোটের আগে নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলুর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়, যেখানে দেখা যায় মওদুদ ভোট বর্জন করে ঢাকায় চলে আসার পক্ষে ছিলেন।

বিএনপি নেতা বলেন, ‘আমাদের আলোচনা করতে হবে। আত্মসমালোচনা করতে হবে। কোনো ভুল থাকলে তা সংশোধন করতে হবে। তবে আন্দোলন করতে হলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করতে হবে। নেতাকর্মীদের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের হতাশা কাটাতে হবে।’

এ জন্য সব প্রার্থীদের নিজ নিজ এলাকায় যাওয়ার ওপর জোর দেন মওদুদ। বলেন, ‘এখনো অনেকে ঘরে ফিরতে পারেনি। তাদের পুনর্বাসন করতে হবে। যারা কারাগারে তাদের মুক্ত করতে হবে।’

বিএনপির কার্যক্রমে হতাশা প্রকাশ করে বিএনপি নেতা বলেন, ‘আমরা সফল হয়নি। আপনাদের যে শক্তি আছে সেটা কাজে লাগাতে পারিনি। আমাদের এত শক্তি, কর্মী থাকার পরও নেত্রীকে একবছরেও মুক্ত করতে পারিনি। ভাবলেও চোখে পানি চলে আসে।’

বিএনপির সাংগঠনিক দক্ষতা বাড়ানোর বিষয়টি নিয়েও কথা বলেন মওদুদ। বলেন, ‘শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না, সংগঠন না থাকলে সে জনপ্রিয়তাকে কাজে লাগানো সম্ভব হয় না।’

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি আইনি পথে হবে না বলেও মনে করেন সাবেক আইনমন্ত্রী। বলেন, এ জন্য আন্দোলনের বিকল্প নেই।

সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘বিরোধী দলবিহীন দেশ গঠন করতে চায় সরকার। এর পরিণতি ভয়াবহ হবে। রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে। তারা বুঝতে পারে না বিরোধীদলবিহীন রাষ্ট্র বেশিদিন টিকে থাকতে পারে না।’

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :