নতুন বইয়ের স্টল

মেলায় আসা সব নতুন বই এক স্টলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১১

নতুন বইয়ের প্রচ্ছদগুলো দেখতে পেলেও একটা ধারণা হতো বই সম্পর্কে। মেলায় এত এত প্রকাশনী, তাদের অনেক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে পছন্দের বই খুজব কী করে!

মেলা প্রাঙ্গণে হাঁটতে হাঁটাতে কথাগুলো বলছিলেন ইয়াছির আহমেদ । সঙ্গে থাকা একজন তখন বললেন, ‘আরে তুমি জানো না? নতুন বইয়ের স্টলেই তো সব বই দেখতে দেখা যায়।’

ইয়াছির আহমেদের মতো মেলায় আগত অনেককে স্বস্তি দিচ্ছে নতুন বইয়ের স্টলটি। বাংলা একাডেমি চত্বরের নজরুল মঞ্চের পেছনেই রয়েছে নতুন বইয়ের স্টল।

বইমেলায় পাঠকরা যেন নতুন বই সহজেই পেতে পারেন, তার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছে বাংলা একাডেমি। ‘নতুন বইয়ের স্টল’ নামের স্টলটিতে তারিখ অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে মেলার প্রথম দিন থেকে আসা সব নতুন বই। কেউ চাইলে তার পছন্দের বইটি উল্টেপাল্টে দেখেও নিতে পারেন।

নতুন বইয়ের স্টলে দায়িত্বরত বাংলা একাডেমির কর্মকর্তা মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘তথ্যকেন্দ্রে যে নতুন বইগুলো আসে, সেগুলো এ স্টলে তারিখ অনুসারে সাজিয়ে রাখা হয়। আর প্রতিদিন যে নতুন বই আসে সেগুলো ছড়িয়ে রাখা হয়েছে। প্রতিটি বইতে লেখা রয়েছে সেটি মেলায় কত নম্বর স্টলে পাওয়া যাবে।

নতুন বইয়ের স্টলের সামনেই মেলার তথ্যকেন্দ্র। সেখানে দায়িত্বে থাকা পপি ঢাকাটাইমসে বলেন, ‘আজ (শুক্রবার) এখন পর‌্যন্ত নতুন বই এসেছে ১৪১টি। আর গতকাল পর‌্যন্ত মোট ৮৩২টি নতুন বই এখানে এসেছে। সবগুলো বইই নতুন বইয়ের স্টলে দেখা যাবে।’

অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের কাছে নতুন যে বইগুলো জমা দেয়া হয় সেগুলোই এ স্টলে সাজিয়ে রাখা হয়।’

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :