দেশজুড়ে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৭
ফাইল ছবি

সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। শনিবার সকাল আটটা থেকে দেশজুড়ে একযোগে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।

ছয় থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে নীল রঙের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শিশুদের রাতকানা ও অপুষ্টি দূর করতে ১৯৭৪সাল থেকে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। যখন এই কার্যক্রম গ্রহণ করেন তখন ০৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে রাতকানা রোগের হার ছিল ৩.৭৬ শতাংশ। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখার ফলে বর্তমানে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচেই রয়েছে।

গত ১৭ জানুয়ারি দুই দিন আগে এক সিদ্ধান্তে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘একটা ক্যাপসুলের সঙ্গে আরেকটা ক্যাপসুল জোড়া লেগে গেছে। এর মানে এই নয় যে ভেতরে ওষুধের মান নষ্ট হয়ে গেছে। বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। মানসম্মত না হলে আমরা বাতিল করে দেব।’ এ বিষয়ে একটি তদন্ত কমিটিও করে সরকার। তবে সেই কমিটির প্রতিবেদন আর প্রকাশিত হয়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন দাবি করেন, এবার যে ক্যাপসুল খাওয়ানো হবে, সেটি পুরোপুরি ত্রুটিমুক্ত। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,

তারা (তদন্ত কমিটি) একটি প্রতিবেদন জমা দিয়েছে, আমরা তা এখনো দেখিনি। তবে যারাই দোষী সাব্যস্ত হোক, তাদের শাস্তি পেতে হবে।’

এখন যে ক্যাপসুল খাওয়ানো হবে, তা ত্রুটিমুক্ত দাবি করে মন্ত্রী বলেন, ‘কয়েক দিন আগে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। তাই সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে আর কোনো সমস্যা নেই।’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, দুই রঙের যে ক্যাপসুল খাওয়ানো হয়, তার মধ্যে নীল রঙেরটির কোনো সমস্যা ছিল না। এটি দেশি কোম্পানির। সমস্যা ছিল লাল রঙেরটির। এটি ভারতীয় কোম্পানির। এই ক্যাপসুল সরকার কিনতে চায়নি, কিন্তু হাইকোর্টের আদেশে তা নিতে বাধ্য হয়েছে।

ক্যাপসুলের সমস্যা সম্পর্কে জাহিদ মালেক বলেন, ‘ওই ভিটামিন ক্যাপসুল সাপ্লাইয়ে দেরি হওয়ায় এটা নিয়ে আদালতে মামলা হয়। মামলা নিষ্পত্তিতে প্রায় দেড় বছর লেগে যায়। তাতে এই ক্যাপসুল ড্যামেজ হয়ে যায়। তবে ক্যাপসুলের ভেতরে থাকা উপাদানের গুণগতমান ঠিক ছিল।

‘বাড়তি সতর্কতার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পেছানো হয়েছিল।

‘আমাদের মনে রাখতে হবে, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ একটি শিশুও যেন ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

সরকারি ও বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সাংবাদিকদের সহযোগিতায় সারাদেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

সেই সাথে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইনের সদস্যরা লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, বিমানবন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটে অবস্থান করবেন।

দেশের ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউনিয়নের আওতায় থাকা দূরবর্তী এলাকাগুলোর শিশুদের ক্যাম্পেইনের পরের চার দিন বিশেষ কর্মসূচির মাধ্যমে খোঁজে বের করে ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুদের রাতকানা ও অপুষ্টি দূর করতে ১৯৭৪সাল থেকে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। যখন এই কার্যক্রম গ্রহণ করেন তখন ০৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে রাতকানা রোগের হার ছিল ৩.৭৬ শতাংশ। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখার ফলে বর্তমানে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা ১ ভাগের নিচেই রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :