ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস

সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’র যে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সেটি পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করেই এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

গত ১৭ জানুয়ারি এই কর্মসূচি পালনের কথা ছিল। তবে দুই দিন আগে এক সিদ্ধান্তে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি স্থগিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘একটা ক্যাপসুলের সঙ্গে আরেকটা ক্যাপসুল জোড়া লেগে গেছে। এর মানে এই নয় ভেতরে ওষুধের মান নষ্ট হয়ে গেছে। বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে, মানসম্মত না হলে আমরা বাতিল করে দেব।’

এই বিষয়ে একটি তদন্ত কমিটিও করে সরকার। তবে সেই কমিটির প্রতিবেদন আর প্রকাশ হয়নি। যদিও সে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে। এ কারণে এই কর্মসূচি নিয়ে কিছুটা হলেও উদ্বেগ আছে অভিভাবকদের মধ্যে।

স্বাস্থ্যমন্ত্রী অবশ্য ক্যাপসুলের মান নিয়ে নিশ্চয়তা দিয়ে বলেন, ‘সারাদেশে আড়াই কোটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। তাই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি।’

ক্যাপসুল নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করে মন্ত্রী জানান, এই কর্মসূচি আরও দুই-তিন দিন চলবে।

‘দেশের প্রত্যন্ত এলাকাসহ সারাদেশে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে, এটা নিশ্চিত করব আমরা। এ কারণে আজ ছাড়াও আগামী দুই থেকে তিন দিন চলবে ক্যাম্পেইনটি। আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে যাব।’

ক্যাপসুলটি খাওয়ানোর আগে শিশুকে বুকের দুধ ও সুষম খাদ্য খাওয়ানোর পরামর্শ দেন মন্ত্রী। বলেন, ‘শিশুর পেট ভরা থাকলে ক্যাপসুল খাওয়ানোর পর কোনো জটিলতা সৃষ্টি হবে না।’

এর আগে বেলুন উড়িয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আব্দুল আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফী আহমেদ প্রমুখ।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমএম/ডব্লিউবি