রিজভী হয়ে যাবেন না: তারেককে জাফরুল্লাহ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সরাসরি কথা বলতেও বলেছেন তিনি।

ঐক্যফ্রন্ট নেতা এও বলেছেন, নেতাদের সঙ্গে সরাসরি কথা না বললে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হয়ে যাবেন। অবশ্য এই কথার মানে কী, সেটা তিনি ব্যাখ্যা করেননি। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ নামে বিএনপিপন্থী একটি সংগঠন এর আয়োজন করে।

তারেক রহমানকে জাফরুল্লাহ বলেন, ‘আপনি (তারেক) লন্ডনে বসে স্কাইপিতে কথা বলবেন ঠিক আছে। তবে সিনিয়র নেতাদের সঙ্গে বসেন। তা না হলে ভুল ভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভীর মাধ্যমে মিটিং না করে সিনিয়র নেতাদের ডাকেন। আপনি আরেকজন রিজভী হয়ে যাবেন না।’

‘এই রকম রিজভীর (রুহুল কবির রিজভী) মাধ্যমে মিটিং ডাইকেন না। সরাসরি মিটিং ডাকেন। মোশাররফ- মওদুদ এদের সামনে রেখে, হাফিজকে। তাহলেই দেখবেন আন্দোলনটা গড়ে উঠবে।’

‘আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন। রাস্তায় থাকেন। মওদুদ-মোশাররফ হোসেন রাস্তায় আসেন।’

১৭ দিনে খালেদার মুক্তির ‘যে উপায়’

এক বছর ধরে কারাগারে বন্দি বেগম খালেদা জিয়াকে ১৭ দিনেই মুক্ত করা সম্ভব বলে মনে করেন জাফরুল্লাহ। আর এই উপায়ের মধ্যে খোদার কাছে মোনাজাতও রয়েছে।


২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। সে সময় বিএনপি এক সপ্তাহে নেত্রীকে মুক্ত করার ঘোষণা দিলেও এক বছরেও কিছু করতে পারেনি। উল্টো পাঁচ বছরের দণ্ড বেড়ে হয়েছে দ্বিগুণ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাতেও সাত বছরের কারাদণ্ড হয়েছে তার।

জাফরুল্লাহ বলেন, ‘আজকে যদি চায়, আজ বিকালে এখানে এক হাজার মহিলার জমায়েত হতে পারে। সবাই রাস্তায় বসে থাকেন। এরপরও কিছু না হলে রাস্তায় বসে খোদার কাছে মোনাজাত ধরেন।’

‘একদিন বিএনপি। আরেকদিন ছাত্রদল, তারপর যুবদল, স্বেচ্ছাসেবক দল-এভাবে টানা ১৭দিন মাঠে থাকেন। খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে।’

রাজপথের আন্দোলন ছাড়া বিএনপি নেত্রীকে মুক্ত করা সম্ভব নয় বলে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘আপনাদেরকে রাস্তায় থাকতে হবে। আমি খুশি হতাম আজকে যদি বিএনপির এক হাজার মহিলা এখান দুই ঘণ্টা রাস্তায় বসে থাকতেন, এক হাজার মহিলা ৫০টা ট্রাক নিয়ে ঢাকা শহরে প্রদক্ষিণ করে একটা স্লোগান দিতেন- গণতন্ত্র চাই, খালেদা জিয়ার মুক্তি চাই।’

‘ঐক্যফ্রন্ট না হলে বিএনপি বের হতে পারত না’

ঐক্যফ্রন্ট করে বিএনপি আরো লাভবান হয়েছে বলেও মনে করেন জাফরুল্লাহ। বলেন, ‘ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বের হতো পারত না। ড. কামাল হোসেন সব ধরনের চেষ্টা করেছেন। তবে হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি।’

‘হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচন গিয়ে ২০১৪ সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিল তা প্রমানিত হয়েছে। এটাতে বিএনপি লাভবান হয়েছে।’

বিএনপিকে ভারত থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জাফরউল্লাহ বলেন, ‘ভারত একটি আজব দেশ। যেখানে দুধের চেয়ে গো-মুতের মূল্য বেশি।’

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসআর/ডব্লিউবি