সুবর্ণচরে নিহত সেনাসদস্য ফয়েজের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে গাড়ি উল্টে নিহত সেনাসদস্য ফয়েজ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল চারটায় নোয়াখালীর হাতিয়া উপজেলার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে হাতিয়ার ওছখালি হরন্ড মার্কেট বালুর মাঠে হেলিকপ্টারযোগে নিহতের মরদেহ পৌঁছায়।

নিহত ফয়েজ উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ^র রায় গ্রামের আজহার উদ্দিন মশু মিয়ার ছেলে। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছোট। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের মামাতে ভাই তাফসির হোসেন জানান, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর ২০০৮ সালে ফয়েজ উদ্দিন বিয়ে করেন। তিনি সিলেট জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন। শুক্রবার বিকালে সেনাবাহিনীর একটি পিকআপ নিয়ে শীতকালীন মহড়ার উদ্দেশ্যে সোনাপুর-চরজব্বর সড়ক দিয়ে স্বর্ণদ্বীপ (জাহাজ্জ্যার চর) প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন তিনিসহ সেনাবাহিনীর একটি দল। পথে তোতার বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে গেলে তিনিসহ তিন সেনাসদস্য নিহত হন।

ঢাকা টাইমস/৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :