পিরোজপুরে নকল সরবরাহের দায়ে দুই নারীকে জরিমানা

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫০

পিরোজপুরের ইন্দুরকানীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে দুই নারীকে জরিমানা করা হয়েছে।

শনিবার উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন সাংবাদিকদের জানান, পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে নকল সরবরাহের চেষ্টা করেন উপজেলার সাউথখালী গ্রামের নাসির উদ্দিন শেখের স্ত্রী কামরুন নাহার (৩২) ও মৃত আব্দুল হাকিমের মেয়ে নাবিলা আক্তার (২০)। পরে তাদের দুজনকে যথাক্রমে পাঁচ হাজার ও এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সন্দেহজনকভাবে কেন্দ্রের পাশে অবস্থান করায় দুই নারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাাশি চালিয়ে পরীক্ষার সংশ্লিষ্ট কিছু কাগজপত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :