ভালুকায় কম্বল পেলেন ৬০০ মুক্তিযোদ্ধা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪০

ময়মনসিংহ প্রতিবেদক, ঢাকাটাইমস

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহে ভালুকায় ৬০০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই এলাকার সাংসদ কাজিম উদ্দীন আহম্মেদ ধনু।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজুর রহমান, সাবেক কমান্ডার একে এম আবুল হোসেন খান মিলন, সাবেক কমান্ডার নাজিম উদ্দীন, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার চান মিয়া, ভালুকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, মুক্তিযোদ্ধা জজ মিয়া প্রমুখ।

এ সময় মুক্তিযোদ্ধারা এমপির কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে। পরে এমপি তা নিরসনের আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি)