জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৪

নিজস্ব প্রতিবেদক

অপরাধী না হয়েও দুর্নীতি দমন কমিশনের ভুলে তিনবছর কারাভোগের পর মুক্ত হওয়া জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।

শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলন নামে একটি সংগঠনের মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে।

জালিয়াতি করে সোনালি ব্যাংকের সাড়ে ১৮ কোটি আত্মসাতের দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর কারাগারে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি মুক্তি পান নরসিংদীর একটি পাটকলের শ্রমিক জাহালম। দুদক কর্মকর্তা আসল আসামি আবু সালেককে শনাক্তে ভুল করে জাহালমকে গ্রেপ্তার করেছিলেন বলে প্রমাণিত হয়েছে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, ‘দুদকের বিচারে নিরীহ জাহালম তার জীবন থেকে ও পরিবার-পরিজন থেকে গত ৩ বছর বঞ্চিত ছিলেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনায় জাহালমের মুক্তি মানবিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

‘আমরা মনে করি জাহালমের প্রতি ৩ বছরের যে অমানবিক আচরণ করা হয়েছে সে জন্য তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।’

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, ‘রাষ্ট্র এবং দুদক কেউই জাহালমের উপর যে নির্দয় ও অমানবিক আচারণ তা এড়িয়ে যেতে পারেন না। আমরা জাহালমের উপর এই অন্যায়ের প্রতিকার দাবি করছি।’

মানববন্ধনে ঘোষণাপত্রে বলা হয়, ‘নির্দোষ জাহালমের জেলে যাওয়া ও তিনবছর কারাগারে থাকার ঘটনার দুদকের মতো একটি জাতীয় প্রতিষ্ঠান যেমনটি করে প্রশ্নবিদ্ধ হলেন, তেমনি সোনালী ব্যাংক ও একটি জাতীয় প্রতিষ্ঠান কী করে সালেকের পরিবর্তে জাহালমকে দোষী হিসেবে সাব্যস্ত করলেন, তা আমাদের বোধগম্য নয়।’

‘এ বিষয়ে দেশবাসীর সামনে অনেকগুলো প্রশ্ন এসে হাজির হয়েছে। মামলার মূল আসামিকে আড়ালে রাখার কোনো প্রক্রিয়ার অংশ হিসেবে জাহালমকে ফাঁসানো হয়েছিল কি না, তা তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করছি আমরা।’

মানববন্ধনে সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম এ সবুর, সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সানোয়ার হোসেন সামছী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/ডিএম