দুই মাজার জিয়ারতে সিলেটে স্পিকার

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪২

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

তৃতীয়বারের মতো স্পিকার হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী সিলেটে দুই মাজার জিয়ারত করেছেন। শনিবার তিনি শাহজালাল রহ. ও শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারতকালে শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী যোদ্ধারাসহ জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি তাদের রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এর আগে দুপুরে স্পিকার সিলেট পৌঁছান। ওসমানী বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।

স্পিকার প্রথমে হজরত শাহজালাল পরে হজরত শাহপরান রহ.-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি রাতেই ঢাকায় ফিরে যান।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি)