আলফাডাঙ্গায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় স্থাপিত ২৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বারাশিয়া নদীর পাড়ে এ উচ্ছেদ অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়।

জয়ন্তী রুপা রায় 'ঢাকাটাইমস'কে জানান, পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত ১, ২, ৩ ও ৩৫৬ নং দাগের ০. ১৩৫৪ একর জমির ওপর হতে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ দখলদাররা জারিকৃত নোটিশ অবমাননা করায় আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালমারী প ও র উপ বিভাগীয় প্রকৌশলী এ কে এম জহিরুল হক ও বোয়ালমারী প ও র উপ সহকারী প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস, আলফাডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অধীর কুমার গুহ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. সেলিমুজ্জামান খান,  আলফাডাঙ্গা থানার এস আই সেলিম মোল্যাসহ সঙ্গীয় ফোর্স।

ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/ ইএস