দাপুটে জয়ে দুইয়ে রিয়াল

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৪

ক্রীড়া ডেস্ক

লা লিগায় আতলেতিকোকে মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ।ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গতকাল স্বাগতিকদের ৩-১ গোলে হারায় সফরকারীরা। এর আগে গত সেপ্টেম্বরে সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই দলের প্রথম দেখায় ১-১ গোলে ড্র হয়েছিল।

রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন কাসেমিরো, সার্জিও রামোস এবং গ্যারেথ বেল। আর আতলেতিকোর হয়ে একমাত্র গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান।

এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সে বল পেয়ে বাইসাইকেল কিকের মতো এক  ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন কাসেমিরো।

পাল্টা আক্রমণে ২৫তম মিনিটে সমতায় ফেরে আতলেতিকো। আনহেল কোররেয়া বাড়ানো বল ডি-বক্সে ঢুকে সরাসরি জাল খুঁজে নেন আঁতোয়ান গ্রিজম্যান।চলমান লিগে এটি তার ১১তম গোল।

প্রথমার্ধের শেষের দিকে আবারও এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে ৪৩ মিনিটে গোল করেন সার্জিও রামোস।

বিরতির পর জমে উঠা ম্যাচে উত্তেজিত হয়ে উঠেন ফুটবলাররাও। চরম উত্তেজনার তৈরি হওয়ায় ৫৮-৭২ মিনিটের মধ্যে ছয়জনকে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। যার মাঝে চার জনই ছিল আতলেতিকো।

৫৮তম মিনিটে বদলি হয়ে মাঠে নামেন গ্যারেথ বেল। মাঠে নামার কিছুক্ষণ পরই দলের জয় নিশ্চিত করলেন তিনি। ৭৪তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি আসে তার পা থেকে।

২৩ ম্যাচে ১৪ জয় এবং তিন ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের আতলেতিকোর অবস্থান তিনে।

আর ২২ ম্যাচে ১৫ জয় এবং ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এইচএ)