৪৭৫ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আটক

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার চৌদ্দগ্রামে ফেনসিডিল বোঝাই কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম আমানগন্ডা এলাকা থেকে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান চালক আলমগীর হোসেনকে (৩৫) আটক করা হয়। তিনি সীতাকুন্ড  উপজেলার উত্তর রহমতনগরের আবুল বাশারের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় কাভার্ডভ্যান আটক করা হয়।

এসময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪৭৫ বোতল ফেনসডিলসহ চালক আলমগীরকে আটক করা হয়।

এএসআই নূর উদ্দিন বলেন, ‘ফেনসিডিলগুলো চট্টগ্রামের শীর্ষ মাদক  বিক্রেতা ফারুকের বলে প্রাথমিক জিজ্ঞাবাদের আলমগীর স্বীকার করেছেন। ফেন্সিডিলগুলোর মালিককে আইনের আওতায় আনা হবে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/ওআর