‘ভাই, গরিবের একটা বই কিনবেন?’ (ভিডিও)

আল আমিন রাজু
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৯ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৭

ছুটির দিনে মহাব্যস্ত বইমেলার প্রকাশক ও স্টলমালিক-কর্মীরা। নান্দনিক ডিজাইনে সাজানো স্টলে স্টলে বই বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা। দর্শনার্থী-ক্রেতাদের উপচেপড়া ভিড় সামলাচ্ছেন।

এর মধ্যেই গতকাল সবার নজর আকৃষ্ট করতে দেখা গেছে এক লেখিকাকে। বই হাতে কালো চশমা চোখে মধ্যবয়সী ওই নারী ধীর পায়ে হাঁটছেন লাঠির সাহায্যে। আর ভিড়ের মাঝে বলে উঠছেন, ‘ভাই, গরিবের বই কিনবেন?’

কথা বলে জানা গেছে, দৃষ্টিপ্রতিবন্ধী এই নারী লেখিকার নাম। সাত বছর বয়সে চোখের আলো হারালেও মনের আলো দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নিজ চেষ্টায় চালিয়ে গেছেন পড়াশোনা। শেষ করেছেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিএড এবং এমএড ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজের শিক্ষা অর্জনের মাধ্যমে জানান দিয়েছেন দমে থাকার পাত্র নন তিনি।

বিয়ে হয়েছিল তার, মাত্র তিন দিন টিকেছিল সেই সংসার। বিয়ের তিন দিন পরে স্বামী সৌদি আরব পাড়ি দিয়েছিলেন। এই যাওয়াই ছিল তার শেষ যাওয়া। আর কোনো দিন ফিরে আসেননি। এ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার।

বরং নিজের কানে শোনা মানুষের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি কবিতা লেখেন। আর সেই কবিতার বইমেলায় হেঁটে হেঁটে বিক্রি করছেন তিনি।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমি অন্ধ। বই লিখতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। দ্বারে দ্বারে ঘুরে মানুষের সাহায্য নিয়ে বইয়ের পা-ুলিপি সাজাতে হয়েছে। কিন্তু কোন প্রকাশনী আমার বই প্রকাশ করতে রাজি হয়নি। তাই আমার নিজের নামে একটি প্রকাশনী চালু করে বই প্রকাশ করেছি। আমার টাকা নেই। তাই আবেদন করতে পারিনি। বাংলা একাডেমির শর্ত অনুসারে আমার অত বই নেই যে, নিজে একটি স্টল সাজিয়ে বসব।’

কথা কথায় জানালেন, তিনি বই লিখেছেন নিজের জন্য নয়। অসহায় মানুষের চোখের চিকিৎসার জন্য নিজের প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতালের ব্যয় মেটাতে। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় ঢাকার সাভারে নিজের নামে প্রতিষ্ঠিত করেছেন ওই হাসপাতাল। নিজ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন হাসপাতালের সেবা কার্যক্রম। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন অন্ধ নারীদের জন্য অন্ধ মহিলা সংস্থা।’

নিজের লেখা বইটি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হাতে তুলে দিতে চান জীবনযুদ্ধে অদম্য এ নারী।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :