মেলায় রিক্তা রিচির বই ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে ‘অগ্রদূত অ্যান্ড কোম্পানী’ থেকে গত ৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার প্রকাশ হয়েছে রিক্তা রিচির কবিতার বই ‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’।

‘বাতাসের বাঁশিতে মেঘের নূপুর’  রিক্তা রিচির দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ এঁকেছেন সারাজাত সৌম। শুভেচ্ছা মূল্য ১৬০ টাকা। বইমেলার ৫৮৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

চার ফর্মার এই বইটিতে রয়েছে ৬৪টি কবিতা। প্রতিটি কবিতায় জড়িয়ে রয়েছে গভীর জীবনবোধ। রয়েছে প্রেম, দুঃখবোধ, বিরহ, আনন্দ, দেশপ্রেম, ইতিহাস, প্রকৃতি প্রেম, সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কিত কবিতা এবং আত্মাকে শুদ্ধ করার আহ্বান। তার প্রতিটি কবিতা যেন যাপিত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রিক্তা রিচি ছোট থেকে কবিতা ভালোবাসেন। তার কবিতা নিয়মিত প্রকাশিত হয় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সাহিত্য পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে। তাছাড়া ভারতের বিভিন্ন ম্যাগাজিনেও তিনি লিখে চলছেন নিয়মিত। ২০১৬ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল রিক্তা রিচির প্রথম কাব্যগ্রন্থ “যে চলে যাবার সে যাবেই”। প্রথম বইয়ে বেশ সাড়া পেয়েছেন তিনি। দ্বিতীয় বই নিয়ে তিনি আরো বেশি আশাবাদী।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজেড)