মেলায় মুক্তিযুদ্ধের উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধ ভিত্তিক ঐতিহাসিক উপন্যাস ‘একাত্তরের অবুঝ বালক’ অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে। নোয়াখালী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলীর আলোকে রচিত এই উপন্যাসে ইতিহাসের সত্য ঘটনা তুলে আনার মাধ্যমে সময়ের নির্মোহ বয়ান ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইতিহাসের একটি স্বতন্ত্র সংযোজন করার চেষ্টা করা হয়েছে।

উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলে প্রতিটি তথ্য সূত্র বর্ণিত হয়েছে রেফারেন্স আকারে এবং ইতিহাসের ধারাবাহিকতায় সাহিত্যের রূপ প্রদান করা হয়েছে।

বইটির ঐতিহাসিক গুরুত্বের কারণে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য চর্চা ও গবেষণার ক্ষেত্রে ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করবে বলে লেখকের দৃঢ় বিশ্বাস। বইটি  পাওয়া যাবে মিজান পাবলিশার্স এর ৩৫৩-৩৫৬ নং স্টলে।
 
বইটি ঘরে বসে পেতে যোগাযোগ করুন রকমারিতে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এজেড)