‘মুঙ্গারা’র রিমেকে নাখোশ লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৭

সত্তরের দশকের তুমুল জনপ্রিয় গান ‘মুঙ্গারা মুঙ্গারা’। সে সময় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর। সেই গানের সঙ্গে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন তৎকালীন সুপারহিট নায়িকা হেলেন। চার দর্শক আগের সেই ‘মুঙ্গারা মুঙ্গারা’ রিমেক করে পরিচালক ইন্দর কুমার তার ‘টোটাল ধামাল’ ছবিতে ব্যবহার করেছেন। সেই গানের সঙ্গে নেচেছেন সোনাক্ষী সিনহা।

কিন্তু উষার গাওয়া ‘মুঙ্গারা মুঙ্গারা’র রিমেক ভার্সন শুনে ক্ষেপেছেন তার বোন লতা মঙ্গেশকর। প্রবাদপ্রতিম এ সংগীতশিল্পী সম্প্রতি ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, রিমেক গানটি তার একেবারেই পছন্দ হয়নি। তার ভাষায়, ‘কেউই এখন গান রিমেক করার আগে অনুমতি নেয় না। আগে আমাদের গান অত্যন্ত যত্ন ও সেন্সের সঙ্গে তৈরি করা হতো। সেই গানগুলো এখন নষ্ট করা হচ্ছে। মনে হচ্ছে, সংগীতজগৎ নতুন গান তৈরির আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’

‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটিতে কোমর দুলিয়ে এর আগে নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তুমুল জনপ্রিয় এই ক্ল্যাসিক গানটির সঙ্গে সোনাক্ষীর নাচ সে সময়কার অভিনেত্রী হেলেনকে অপমান করেছে বলে মন্তব্য করেন অনেকে। এক টুইটার ব্যবহারকারী লিখেন, ‘গানটির রিমিক্সে হেলেনকে গভীরভাবে অপমান করা হয়েছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘বলিউড কি আজকাল শুধু রসিকতা করার জন্য পুরনো গানগুলোর রিমিক্স করছে?’

সোনাক্ষীকে উদ্দেশ্য করে আরেকজন লিখেন, ‘বিষয়টা খুবই দুঃখজনক। এত বছর ধরে কেন একজন ব্যর্থ অভিনেত্রীকে এভাবে প্রমোট করা হচ্ছে, কে জানে।’ এর আগে অবশ্য সোনাক্ষীও একটা সাক্ষাৎকারে বলেছিলেন, ‘হেলেনের গানে অভিনয় করাটা খুবই কঠিন। তাকে নকল করাটা বোকামি হবে।’

বিতর্ক ছড়ানো ‘টোটাল ধামাল’ হাস্যরসাত্মক ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। আগামী ২২ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা। মুক্তিকে সামনে রেখে গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয় এটির অফিসিয়াল ট্রেলার। ২ মিনিট ৪৯ সেকেন্ডের সে ট্রেলারে অ্যাডভেঞ্চারের স্বাদ এনে দিয়েছেন পরিচালক।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর জুটিবদ্ধ হয়েছেন আশি ও নব্বইয়ের দশকের সুপারহিট জুটি অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন অজয় দেবগন, বোমান ইরানি, আরশাদ ওয়ারসি, জাবেদ জাফরি ও রিতেশ দেশমুখ। এক কথায়, ‘টোটাল ধামাল’ পুরোপুরি তারকাবহুল।

ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :