ভারতকে ২১৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫০

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে ভারতকে ২১৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

হ্যামিল্টনে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওপেটিং জুটিতে মাত্র ৭.৪ ওভারে ৮০ রান যোগ করেন কলিন মুনরো-টিম সেইফার্ট। দারুণ খেলতে থাকা সেইফার্টকে কুলদীপ যাদবের বলে অসাধারণ এক স্ট্যাম্পিংয়ে ফেরান এমএস ধোনি। ফেরার আগে ২৫ বলে ৪৩ রান করেন সেইফার্ট। যাতে ছিল তিনটি চার ও তিনটি ছক্কার মার।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে আরেকটি ৫৫ রানের জুটি গড়ে আউট হন মুনরো। মাত্র ৪০ বলে ৭২ রান করেন এই বাঁহাতি। যাতে ছিল পাঁচটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির মার। এরপর দলীয় ১৫০ রানে বিদায় নেন উইলিয়ামসন (২৭)।

তৃতীয় উইকেটে মাত্র ২৮ বলে ৪৩ রানের একটি জুটি আসে কলিন ডি গ্র্যান্ডহোম (৩০) আর ড্যারিল মিচেল। যাতে গ্র্যান্ডহোমের অবদানই ২৭ রান। শেষ পর্যন্ত ২১২ রানে থামে কিউদের ইনিংস। মিচেল ১১ বলে ১৯ আর রস টেলর ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাকি সবাই রান বিলিয়েছেন দেদারসে।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/ এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :