লালমনিরহাটে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬

লালমনিরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছে অন্তত: ৩০ জন।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আদিতমারী উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাইদুল ইসলাম বাবুর (৩০) নাম জানা গেছে।  অপর আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল আলম।

এদিকে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর ভাতিজা ফারুক ইমরুল কায়েস।

দলীয় মনোনয়ন নিয়ে আজ ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল আলম। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারীরা সকালে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিলেন।

পথে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে মনোনয়ন প্রত্যাশী ও তার অনুসারীরা তাদের পথরোধ করে।

এতে দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ভাঙচুর করা হয় ১০-১২টি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/ওআর