‘সবুজ বাংলা মাল্টিপারপাসের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সবুজ বাংলা মাল্টিপারপাস’ নামে একটি সমিতির বিরুদ্ধে স্থানীয় কৃষকদের কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এখানকার সহজ-সরল কৃষকরা। ওই সমিতির প্রতারকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরত দেয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। রবিবার দুপুরে রূপগঞ্জ থানার সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় ভুক্তভোগী গ্রাহকরা জানান, ‘প্রায় ১০ বছর আগে রূপগঞ্জ সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় সবুজ বাংলা মাল্টিপারপাস নামে একটি সমিতি গড়ে তুলেন স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন। ওই সমিতির নামে একটি ব্যাংক খোলা হয়। ওই ব্যাংকে অধিক পরিমাণে লাভ দেয়া হবে বলে স্থানীয় কৃষকদের আশ^াস দেয়া হয়। এরপর কৃষকরা পূর্বাচল উপ-শহরের প্লট বিক্রিসহ আশপাশের বিভিন্ন আবাসন প্রকল্পের কাছে জমি বিক্রি করে লাখ লাখ টাকা ওই ব্যাংকে রাখেন। কিন্তু ১০ বছর পার হয়ে গেলেও লাভের টাকা তো দূরের কথা, আসল টাকাও দিচ্ছে না।’

প্রতারণার শিকার গ্রাহকরা রুহুল আমিনের কাছে ধর্ণা দিয়েও কোন কাজ হয়নি। বিভিন্ন গ্রাহককে প্রাণনাশের হুমকি-ধামকি পর্যন্ত দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা আরো বলেন, ‘নিজের অপরাধ ঢাকতে যুবদল নেতা থেকে যুবলীগ নেতা বনে গেছে রুহুল আমিন। অথচ তার বিরুদ্ধে জ¦ালাও-পোড়াওয়ের একাধিক মামলা রয়েছে।’

এ বিষয়ে উপজেলা সমবায়বিষয়ক কর্মকর্তা হাফিজা বেগম বলেন, ‘আমার কাছেও অভিযোগ রয়েছে। গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে সবুজ বাংলা মাল্টিপারপাস দায়িত্বরত কর্মকর্তা রুহুল আমিনকে চাপ দেয়া হচ্ছে। চাপের মুখে পড়ে কিছু টাকা পরিশোধও করেছেন। সকলের টাকা পরিশোধ না করলে আমাদের পক্ষ থেকেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :