কুমার নদে ড্রেজার মেশিন, দুইজনের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৬

ফরিদপুরের কুমার নদে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- ড্রেজারের মালিক রেজাউল শেখ ও আ. কাদের শেখ। রবিবার দুপুরে তাদের এ সাজা দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার চর দুর্গাপুর এলাকার কুমার নদে অভিযান চালায় আদালত। এ সময় কুমার নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনরত ড্রেজারের মালিক রেজাউল শেখ ও আ. কাদের শেখকে আটক করা হয়। আদালতের নির্বাহী হাকিম হাসান মো. হাফিজুর রহমানের আদালতে রেজাউল শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরুর ভ্রাম্যমাণ আদালতে আ. কাদের শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

ফরিদপুরের নির্বাহী হাকিম হাসান মো. হাফিজুর রহমান জানান, এ ধরনের অভিযান জেলা প্রশাসনের নির্দেশে চলবে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :