মিনহাজ ঘূর্ণিতে সহজ জয় বাংলাদেশের

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

প্রথম ইনিংসে ইংলিশ যুবাদের ২৮০ রানের জবাবে ৯ উইকেটে ৩৯৮ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী দল। রবিবার ৬ উইকেট ৮৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করতে নেমে শেষ পর্যন্ত ১৫২ রানে গুটিয়ে যায় তারা। তাতে বাংলাদেশের সামনে ৩৫ রানে লক্ষ্য দাঁড়ায়। যেটি ১০ ওভারেই টপকে যায় টাইগার যুবারা।

মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগার যুবাদের জয়ের রাস্তা গড়ে দেন মিনহাজ। যুব টেস্টে এটি বাংলাদেশের কোনো বোলারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। মিনহাজের আগে গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ৯৩ রানে নিয়েছিলেন ৭ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২৮০ ও ১৫২ (হিল ৩২, হলম্যান ২৯; গালিব ৩/৩০, মিনহাজুর ৬/২৮, শাহাদাত জুনিয়র ১/৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৩৯৮/৯ ডিক্লে. ও ৪০/২ (অমিত ১০, শামীম ২০*, পারভেজ ৬*; ফিঞ্চ ১/৬, হলম্যান ১/১৯)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মিনহাজুর রহমান (বাংলাদেশ)।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এবিএ)