চট্টগ্রামে হয়ে গেল আন্তর্জাতিক কিরাত সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের সেরা ছয়জন কারিকে নিয়ে চট্টগ্রামে হয়ে গেল ১৯তম কিরাত সম্মেলন। নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ আসর থেকে রাত ১১টা পর্যন্ত এ সম্মেলন চলে। পিএইচপি পরিবারের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের শুদ্ধভাবে আল কোরআন শিক্ষায় অনুপ্রাণিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক কারি বাংলাদেশের শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি, তুরস্কের ইয়াশার চৌহাদার, ফিলিপাইনের নোমান পিম বায়াবায়া, মিসরের শায়খ ইয়াসির মাহমুদ, দক্ষিণ আফ্রিকার আবদুর রহমান সাদিয়ান, ইরানের হামিদ শাকেরনেজাদের মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত শুনেন শ্রোতারা।

এসময় সম্মেলনের আয়োজক সুফি মিজানুর রহমান বলেন, ‘জীবনকে সুন্দর করতে হলে আল কোরআনকে হৃদয়ে ধারণ করতে হবে। কোরআন থেকে ইলেমের চর্চা বাদ দেয়ায় আমরা অনেক পেছনে পড়ে গেছি।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :