পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু ২২ মার্চ

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের অন্তত দুটি ওয়ানডে ঘরের মাঠে আয়োজন করতে চেয়েছিল এবার। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) রাজি হয়নি। ২২ মার্চ শাহজায় মাঠে গড়াবে দুদলের প্রথম ওয়ানডে।

রোববার ঘোষিত সূচিতে ম্যাচগুলোর ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজা, আবুধাবি আর দুবাইকে রেখেছে পিসিবি। ২২ ও ২৪ মার্চ প্রথম দুটি ম্যাচ হবে শারজায়। ২৭ মার্চ তৃতীয় ওয়ানডে আবুধাবি আর ২৯ ও ৩১ মার্চ শেষ দুটো হবে দুবাইয়ে। ওয়ানডের দিন স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

ওই ম্যাচে ডেভিড ওয়ার্নার খেলবে কি না সেটি সময় হলেই জানা যাবে। তবে কনুইয়ের অস্ত্রোপচারের কারণে সহসাই ক্রিকেটে ফেরা হচ্ছে না স্মিথের। তিনি পাকিস্তান সুপার লিগও মিস করবেন।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/এবিএ)