১ বলে ১৭ রান!

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শিরোনাম দেখে অনেকের চোখ কপালে উঠতে পারে। তবে ঘটনা সত্য। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে হোবার্ট হ্যারিকেন্স-মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা।  

৭ ফেব্রুয়ারি বিগ ব্যাশের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে রেনেগেডস। প্রথম ওভারে বল করতে এসে অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসেন রাইলি মেরেডিথ। তার প্রথম বল থেকেই আসে ১৭ রান! ৮ রানই এসেছে ওয়াইড আর নো বল থেকে। পাঁচটি ওয়াইড ও তিনটি নো বল করেন রাইলি।

প্রথম বলটি নো হয় (এক রান)। পরেরটা ছিল ওয়াইড। উইকেটকিপার বল ধরতে পারেননি। বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। সেই ডেলিভারি থেকে আসে পাঁচ রান। পরের বলটি আবার নো ও বাউন্ডারি (পাঁচ রান)। তার পরের ডেলিভারিটিও নো বল এবং বাউন্ডারি (পাঁচ রান)। শেষে তিনি একটি ইয়র্কার দেন। তা থেকে আসে এক রান। সবমিলিয়ে ওই ওভার থেকে মেলবোর্ন তোলে ২৩ রান।

তিন ওভার বল করে ৪৩ রান দিয়েছেন রাইলি। এত বাজে বোলিংয়েও পরও দিন শেষে তার মুখে হাসিই দেখা গেছে। কারণ শুরুটা খারাপ হলেও শেষতক তার দল হ্যারিকেন্সই জিতেছে ম্যাচটা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে তারা।

(ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/ এবিএ)