গোপালগঞ্জে ৬০০ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

গোপালগঞ্জে অভিযান চালিয়ে সরকার নিষিদ্ধ ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাব-৮। এ সময় ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রবিবার দুপুরে সদর উপজেলার সাতপাড় বাজারে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের ডিএডি আব্দুস সবুর শেখ এক বিজ্ঞপ্তিতে জানান, সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজারের বালা স্টোরে অভিযান চালানো হয়। পরে ওই দোকানের গুদাম থেকে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন গুদামজাত করায় দোকান মালিক মনীন্দ্র বালা ও পলিথিন ট্রাকে করে নিয়ে পালানোর অপরাধে ড্রাইভার অসিত বিশ্বাসকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জের নির্বাহী হাকিম নাজমুল হুসেইন দোকান মালিক মনিন্দ্র বালাকে ২০ হাজার ও ট্রাকচালক অসিত বিশ্বাসকে পলিথিন নিয়ে পালানো চেষ্টার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে জব্দ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :