ইজতেমার জন্য এসএসসির তিন পরীক্ষা পেছাল

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্ব ইজতেমার কারণে চলতি মাসের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ১৬, ১৭ ও ১৮ তারিখের পরীক্ষা পেছানো হয়েছে।

১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফ্রেব্রুয়ারি পরীক্ষা আগামী ২ মার্চ নেওয়া হবে। পরীক্ষার সময় একই থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিনে হবে এবার। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

গত ২ ফেব্রুয়ারি থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে দেশের তিন হাজার ৪৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী।

ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/ ইএস