অ্যাপ দিয়ে নারীদের 'ট্র্যাক' করেন সৌদি পুরুষরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩

একটি অ্যাপ ব্যবহার করে সৌদি আরবের নারীদের ট্রাক করে সৌদি পুরুষরা। নারীরা কোথায় যাচ্ছেন, কি করছেন, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কি না এমন স্পর্শকাতর বিষয়গুলো ওই অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন সৌদি পুরুষরা। এই অ্যাপটি তৈরি ও পরিচালনা করে খোদ সৌদি সরকার।

আবশের নামের ওই ফ্রি অ্যাপটি ব্যবহারের অনুমতি দিয়েছে অ্যাপলের আই টিউনস এবং গুগলের প্লে স্টোর। এ কারণে আরবে লিঙ্গ বৈষম্য প্রয়োগে সহযোগীতার অভিযোগ উঠেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলের বিরুদ্ধে। নারীদের দেশ ত্যাগ ঠেকাতে ভ্রমণবিষয়ক এই অ্যাপটি পরিচালনা করে সৌদি সরকার। ইতোমধ্যে অ্যাপটি দশ লাখের বেশি মানুষ ডাউনলোড করেছে। খবর ডেইলি মেইল অনলাইনের।

আবশের অ্যাপে পুরুষরা নারীদের ট্রাক করতে পারেন এবং যদি কোনো নারী দেশ ত্যাগ করতে যায় তাহলে সঙ্গে সঙ্গেই অ্যাপটি ওই নারীর বিষয়ে তার পুরুষ অভিভাবককে সতর্কবার্তা পাঠায়। এছাড়া সে কিভাবে কোন পথে সীমান্ত অতিক্রম করছে তাও জানিয়ে দেয়। ওই অ্যাপটি নারীদের অভিভাবককে জানাতে পারে যে, কোথায় নারীরা যেতে পারে এবং কতক্ষণ থাকতে পারে। এছাড়া কোন বিমানবন্দরে ওই নারীর যাওয়ার অনুমতি রয়েছে তাও জানিয়ে দেয়। এসবই নিয়ন্ত্রণ করতে পারে কোনো নারীর পুরুষ অভিভাবক।

অনুমোদিতে এলাকার বাইরে কোনো নারী যাওয়ার চেষ্টা করলেই পুরুষ অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠায় অ্যাপটি। এ কারণে অনেক সৌদি নারী দেশ ছেড়ে পালাতে চাইলেও তা করতে পারেন না। কেউ কেউ চেষ্টা করলেও গ্রেপ্তার হচ্ছেন।

অ্যাপের অন্য একটি অপশনে গিয়ে পুরুষ অভিভাবক সহজেই কোনো নারীর অনুমোদিত জায়গাগুলো দেখতে পারেন এবং প্রয়োজনে সে নিজে তা পরিবর্তন করতে পারেন।

সৌদি আরবে লিঙ্গ বৈষম্য এবং নারীদের প্রতি অত্যাচারের ঘটনা প্রায়ই আলোচনায় আসে। সৌদি নারীদের সবকিছু নিয়ন্ত্রণ করেন তাদের পুরুষ আভিভাবকরা। তারা তাদের ইচ্ছেমত তেমন কিছুই করতে পারেন না। এমন অবস্থায় সামাজিক ও পারিবারিক স্বাধীনতা না থাকায় দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন অনেকে। সম্প্রতি দুই সৌদি তরুণীর দেশ থেকে পালানোর ঘটনা সামনে আসলে তা ব্যাপক আলোচিত হয়।

ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

এই বিভাগের সব খবর

শিরোনাম :