মুন্সীগঞ্জে সড়কে ঝরল দম্পতিসহ তিন প্রাণ

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪

মুন্সীগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিদ্দিকুর, তার স্ত্রী জিয়াসমিন সুলতান এবং গাড়িচালক আব্দুল্লাহ সরকার। নিহত দম্পতির বাড়ি চাঁদপুরের কচুয়ায়। আর গাড়িচালকের বাড়ি একই জেলার দক্ষিণ মতলবের শিবপুরে। আহত নারীকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ভবেরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের চালক একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হয়। আহত হয় দুইজন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আব্দুল্লাহ সরকার। দুর্ঘটনার পর কার্ভাড ভ্যানটি আটক করা হয়েছে।

ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর