জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদ। তিনি বেশ কয়েক বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছেন।

রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে এতদিন চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে গত শনিবার স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

সোমবার তাকে দেখতে যান সাবেক ছাত্রনেতারা। অভিযোগ আছে, দলের পক্ষ থেকে তেমন কোনো খোঁজখবর নেয়া হয়নি ৬৭ বছর বয়সী এ রাজনীতিকের।

১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী আসাদকে আহ্বায়ক করে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে স্বেচ্ছাসেবক দলেরও প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন তিনি।

কাজী আসাদকে হাসপাতালে দেখতে যান সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান দুদু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, শফিউল বারী বাবু, আমিরুজ্জামান খান শিমুল, সেলিমুজ্জামান, আমিরুল ইসলাম খান আলীম, বজলুল করিম চৌধুরী আবেদ প্রমুখ।

আমিরুজ্জামান খান শিমুল ঢাকা টাইমসকে বলেন, ‘খুবই খারাপ অবস্থা আসাদ ভাইয়ের। আমরা সবার কাছে দোয়া চাই তার জন্য।’

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :