বরিশালকে ভিক্ষুকমুক্ত করতে জেলা প্রশাসনের তাগিদ

ব্যুরো প্রধান, বরিশাল
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

বরিশালের ১০টি উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে কঠোর নির্দেশ দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রত্যেকটি উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করার জন্য তিন মাসের সময় বেঁধে দিয়েছেন তিনি। একই সাথে তিনি অতি দরিদ্রদের চিহ্নিত করে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছেন।

সোমবার বরিশালের দশটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও ১০টি উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, ‘সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের একদিনের টাকাও কর্তন করা হয়েছে।’

তিনি বলেন, ‘বরিশাল জেলার ১০টি উপজেলায় মোট তিন হাজার ৪৭৪ জন ভিক্ষুক রয়েছে। যার মধ্যে ৪টি উপজেলায় ১৬৩ জন ভিক্ষুককে এরই মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তারা এখন আর ভিক্ষাবৃত্তি করছে না।’

বাকি ভিক্ষুকদের পুনর্বাসনের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রত্যেক উপজেলা ও ইউপি চেয়ারম্যান সরকারের বরাদ্দ দেয়া ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসূচির কাজের সাথে ভিক্ষুকদের জড়িত করতে হবে। এসব সুবিধা পেলে ভিক্ষাবৃত্তি কমে আসবে।’

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :