বগুড়ায় মাদকবিরোধী অভিযানে শিক্ষকসহ গ্রেপ্তার ৪০

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ মামলায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে মাদক ব্যবসার অভিযোগে আমিনুর রহমান নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেও গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়ার মুখপাত্র সনাতন চক্রবর্তী জানান, চলমান মাদকবিরোধী অভিযানে শুধুমাত্র বগুড়া সদর থানায় গত ২৪ ঘণ্টায় ৮ মামলায় আটক হয়েছে ২৮ জন এবং গ্রেপ্তারদের কাছ থেকে ২২৫টি ইয়াবা, ১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ২.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অন্যদের জেলার অপর থানা এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমানসহ দুইজনকে একত্রে রবিবার রাতে বগুড়া সদরের শাখারিয়া মোড় এলাকায় থেকে ১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ কেউই এই অভিযান থেকে ছাড়া পাবে না। বগুড়াকে মাদকমুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে। পুলিশ সর্বাত্মকভাবে অভিযান চালিয়ে যাবে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)