অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

দুর্দান্ত একটি বছর পার করার পর অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তথা অ্যালান বোর্ডার মেডেল-২০১৯ জিতেছেন ২৫ বছর বয়সী পেসার প্যাট কামিন্স। সোমবার মেলবোর্নে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। কামিন্স এবারই প্রথমবারের মতো অ্যালান বোর্ডার মেডেল জিতলেন।

ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মার্কাস স্টয়নিস। টেস্টে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নাথান লায়ন। টি-টোয়েন্টিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। নারী ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার তথা বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন আলিসা হিলি।

প্যাট কামিন্স ১৫৬ ভোট পেয়ে সেরা হয়েছেন। ১৫০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নাথান লায়ন। ১৪৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন অ্যারোন ফিঞ্চ। পুরস্কার প্রদানের ক্ষেত্রে ৯ জানুয়ারি, ২০১৮ থেকে ৭ জানুয়ারি, ২০১৯ সময় পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।

কে কোন পুরস্কার পেলেন

অ্যালান বোর্ডার মেডেল: প্যাট কামিন্স

বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড: আলিসা হিলি

টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার: নাথান লায়ন

ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার: মার্কাস স্টয়নিস

টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার: গ্লেন ম্যাক্সওয়েল

ফিমেল ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার: আলিসা হিলি

ফিমেল টি-টোয়েন্টি প্লেয়ার অব দ্য ইয়ার: আলিসা হিলি

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :