লেবাননে ‘বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম’

লেবানন প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

‘একতাই শক্তি, একতাই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লেবাননে বসবাসরত ঢাকা ও তার আশপাশের জেলাসমূহের প্রবাসীদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম, লেবানন’ নামে সামাজিক সংগঠন। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সাধারণ প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো সংগঠনটির মূল উদ্দেশ্য বলে জানান নেতারা।

শনিবার রাত ৮টায় লেবাননের প্রবীন প্রবাসী ঢাকার সন্তান জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং জসিম উদ্দীন সরকারের উপস্থাপনায় সংগঠনটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাবুল মুন্সি, আব্দুল হালিম, হাবিবুর রহমান, সৈয়দ আলম, পিন্টু মিয়া, মারুফ মোল্লা, সোহেল আহমেদ পলাশ, ওবায়দুর রহমান জনি, মনির হোসেন রানা, আলাউদ্দীন, জহিরুল ইসলাম জনি, আবুল কালাম, জামাল হাসান, প্রীতি আক্তার, সজিব রহমান, ওয়াসীম খন্দকারসহ অনেকে।

পরে সকলের ঐকমত্যে জালাল উদ্দীনকে প্রধান আহবায়ক, বাবুল মুন্সিকে যুগ্ম আহ্বায়ক ও ওবায়দুর রহমান জনিকে সদস্য সচিব করে ‘বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম’ লেবাননের ১৫ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সবশেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :