সড়ক দুর্ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৯

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফিন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের  শিক্ষার্থী শিরিন আফরিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকালে ত্রিশাল বাজার থেকে বিশ্ববিদ্যালয় সড়কে এই দুর্ঘটনা  ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজার থেকে ছেড়ে আসা ভ্যানটিতে হঠাৎ মেয়েটির বোরকা চাকার সাথে প্যাচিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মেয়েটি রোডের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  গুরুতর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থীর কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ এবং দুটি দাঁত ভেঙে যাওয়ায় তার সুস্থ হতে বেশ সময় লাগবে। তবে চিকিৎসক আশ্বস্ত করে বলেন, তার অবস্থা কিছুটা আশঙ্কামুক্ত।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)