পরীক্ষায় নকল সরবরাহ করতে গিয়ে নয়জন আটক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৮

নাটোরের গুরুদাসপুরে মশিন্দা ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষায় নকল সরবরাহ করতে গেলে নয়জনকে আটক করেন র‌্যাব-৫ এর নাটোর ইউনিটের সদস্যরা।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চক্রের সদস্যদের ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করে রায় দেন।

দুপুর ১২টার দিকে উপজেলার মশিন্দা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটে। ওই রায়ে উপজেলার গোপিনাথপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সাকিম উদ্দিন, বাউপাড়া গ্রামের আলমগীর হোসেন, বাহাদুরপাড়া গ্রামের আবু বকর ও একই গ্রামের আমানত হোসেন নামে চারজনের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে এবং জুমাইনগর গ্রামের আরিফুল ইসলাম, হারেজ আলী, শিকারপাড়া গ্রামের নয়ন, বাহাদুরপাড়ার ফরহাদ হোসেন, বড়াইগ্রাম উপজেলার পারকুল গ্রামের আরিফুল ইসলামসহ পাঁচজনকে ২৫ হাজার করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলার সময় ওই সকল দুঃস্কৃতকারী জালানা দিয়ে নকল সরবরাহের চেষ্টা করে। র‌্যাবের এএসপি আওয়াল হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :